অবশেষে রাজ্যের একাধিক জেলায় সুরাপ্রেমীদের মুখে হাসি ফুটল। প্রশাসনিক নির্দেশ মেনে সোমবার সকাল ১০ টা থেকেই বাঁকুড়ার সরকার অনুমোদিত মদের দোকানগুলি খুলে গেল।
আর বেলা বাড়ার সঙ্গে ওই সব মদের দোকান গুলিতে লম্বা লাইন চোখে পড়লো। বিকেল তিনটের কিছু পর বাঁকুড়া শহরের বেশ কয়েকটি মদের দোকানের সামনে দেখা গেল নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। অন ক্যামেরা কেউ কিছু বলতে না চাইলেও তাদের চোখে মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, দীর্ঘ প্রতিক্ষা শেষে যেন হাঁফ ছেঁড়ে বাঁচলো সংশ্লিষ্ট সুরা প্রেমীরা।
তবে এর বাইরে উল্টো ছবিও আছে। বাঁকুড়া শহরে মদ দোকান গুলি খোলা থাকলেও গ্রামাঞ্চলের বেশ কিছু দোকান এদিন বন্ধ রয়েছে। অফ ক্যামেরায় ওই সব সরকার অনুমোদিত মদ দোকানের মালিকরা জানিয়েছেন, যোগান না থাকায় তারা বন্ধ রেখেছেন। তবে সরবরাহ স্বাভাবিক হলেই সরকারি নির্দেশিকা মেনে তারা প্রত্যেকেই দোকান খুলবেন বলে জানিয়েছেন।
বাঁকুড়ার বেশ কিছু জায়গায় সুরাপ্রেমীরা দূরত্ব মেনে দাঁড়ালেও, রাজ্যের একাধিকি জায়গায় সামাজিক দূরত্বকে রীতিমতো হাস্যকর হয়ে থাকতে হয়েছে। কারণ, বেশ কিছু জায়গায় কাউন্টারে লোক জমায়েত হলেও দূরত্ব মানা হয়নি। সংশ্লিষ্ট থানার পুলিশকে বারেবারে সেখানে টহল দিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে চেষ্টা করতে হয়।