দেশবাসীকে নববর্ষে শুভেচ্ছে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করেছেন, ২০২০ খুবই ভালো কাটুক সবার। সবাই সুস্থ্য থাকুন। সমৃদ্ধি হোক সবার।
মঙ্গলবার বছর শেষের দিনেও টুইট করেন মোদী। লেখেন, ২০১৯ সাল ভালো কাটল। আমরা এমন কিছু পরিবর্তন করতে পেরেছি যা আগে কখনও ভাবা যেত না।
নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক টুইটে তিনি লেখেন, সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ২০২০ এক নতুন ভোর আনুক। নতুন আশায় পরিপূর্ণ হোক সকলের জীবন। সকলে সুস্থ্য থাকুন, ভালো থাকুন।
Have a wonderful 2020!
— Narendra Modi (@narendramodi) January 1, 2020
May this year be filled with joy and prosperity. May everyone be healthy and may everyone’s aspirations be fulfilled.
आप सभी को साल 2020 की हार्दिक शुभकामनाएं।
May the #NewYear 2020 brings with it new hope, a new dawn and happiness for everyone. #HappyNewYear
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2020
সকলকে জানাই ইংরাজি নতুন বছরের
শুভেচ্ছা|২০২০ এক নতুন ভোর আনুক,
নতুন আশায় পরিপূর্ণ হোক সকলের
জীবন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন pic.twitter.com/5scvhSu3iq
আরও পড়ুন- বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর, জঙ্গিদের খোঁজে তল্লাশি
রাজ্যবাসীকে নববর্ষে শুভেচ্ছে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল টুইট করেন, শান্তি, সৌহার্দ্য ও সহবস্থানের মধ্যে এগিয়ে যাব আমরা। আশাকরি এটাই হবে ২০২০ সালের ছবি।