shilpa

স্বামীর সঙ্গে ঝড়গা করেন না এমন মহিলা মেলার মুশকিল৷ এই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রীরাও৷ পর্দায় যে অবতারেই থাক না কেন, বাড়িতে তারা তো কারও ঘরণী৷ তাই তো শিল্পা শেট্টিও এমন করলেন৷ শুধু নিজের স্বামী নয়, অন্যদের স্বামীকেও এক হাত নিলেন তিনি৷

তিনি বললেন যে বিয়ের পর যে সব পুরুষ স্ত্রীদের বোঝা মনে করেন তাদের বুঝে নেওয়া উচিৎ যে কোনও স্ত্রী নিজে থেকে তাদের সংসারে আসেননি৷ তারা নিজেরাই ভালবেসে তাদের বিয়ে করেছেন৷ তাই স্ত্রীদের কোনওভাবে বোঝা ভাবলে চলবে না৷ এতে পুরুষেরই বিপদ হবে৷ কারণ সংসারে স্ত্রী না থাকলে কোনও ভাবেই সংসার চলবে না,

এমন দাবি করেছেন শিল্পা৷

আরও পড়ুন: ইংরেজরা আসার আগে ভারত বলে কিছু ছিলই না, দাবি করে ঝাটাপেটার মুখে সইফ

আসলে এটা পুরোটাই মজা করে বলেছেন শিল্পা৷ নিজের টিকটক ভিডিওতে অন্যের বলা ডায়লগে লিপ মিলিয়েছেন অভিনেত্রী৷ টিকটিক ভিডিও এখন খুবই জনপ্রিয়৷ তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই মজেছেন এই ভিডিও শ্যুটে৷ শিল্পাও ব্যতিক্রম নন৷ তাই তো বরেদের নিয়ে তার এই ভিডিএ বুলেটের গতিতে ভাইরাল হয়েছে৷

Facebook Comments