Mouni বাঙালি অভিনেত্রীর মৌনির‘গোপন’ ছবি ফাঁস সোশ্যাল মিডিয়াতে
বাঙালি অভিনেত্রীর মৌনির‘গোপন’ ছবি ফাঁস সোশ্যাল মিডিয়াতে

কেউ পার্টিতে মেতে ওঠেন তো আবার কেউ নিজের কাছের মানুষের সঙ্গে নতুন বছরের শুরুটা কাটান। তেমনই নতুন বছরের শুরুতে দুবাইতে চলে যান মৌনি।

সেখানেই একটি পার্টিতে মেতে ওঠেন মৌনি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আনতে চাননি বাঙালি এই অভিনেত্রী। কিন্তু এক সংবাদমাধ্যম মৌনি রায়ের সেই ছবি সামনে এনেছেন। যেখানে বাঙালি এই অভিনেত্রী ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন তাঁর বান্ধবী।

বন্ধুদের সাথে মৌনি

জানা যায়, গোপন বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গেই দুবাইতে সময় কাটাচ্ছেন মৌনি রায়৷ গোপনে বন্ধুর সঙ্গে মৌনির এই পার্টির ছবি তাঁরই এক বন্ধুর সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আসে৷ যদিও ছবি নিয়ে শোরগোল শুরু হলে, মৌনির বন্ধুও নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সব ঝলক সরিয়ে নেন বলে জানা যাচ্ছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে বন্ধু সূরজ নাম্বিয়ারের সঙ্গে অভিনেত্রীর বান্ধবীদের দেখা যায়৷ যদিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে সূরজের কোনও ছবি প্রকাশ্যে আনেননি মৌনি।

সমুদ্রের পাড়ে মৌনি

কিন্তু এবারে বিষয়টি নিয়ে এত লুকাচুপি করলেও আগে অভিনেত্রী গোপন বন্ধু সূরজের ছবি প্রকাশ্যে এসেছিল। আগে যখন অভিনেত্রী থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তখন তাঁদের দুজনের ছবি প্রকাশ্যে আসে। তবে এবার কেন এত লুকাচুপি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Facebook Comments