মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ এবং ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁদের রাজ্যে ‘ছপক’কে করমুক্ত করার কথা জানিয়ে নিজেরাই টুইট করেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ তাঁর নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ”অ্যাসিড আক্রান্তের জীবনের উপর তৈরি দীপিকার ছবি ‘ছপক’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারি। আমি এই ছবিকে আমার রাজ্যে করমুক্ত করছি।
এই ছবি সমাজে একটা ইতিবাচক বার্তা দেবে। এই ছবি সমাজে এক লড়াইয়ের গল্প বলবে। যা সমাজের এক মানসিকতার পরিবর্তনে সাহায্য করবে বলে আমার মনে হয়।”
আরও পড়ুন: পায়ের ব্যথায় কাবু? এই ৬টি ব্যায়ামে ব্যথা কমিয়ে বাড়ান পায়ের পেশির শক্তি
दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “
— Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020
छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ।
1/2
একইভাবে ছত্রিশগড়ে ‘ছপক’-কে করমুক্ত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি টুইটে লেখেন, ” ছপাক এমন একটি ছবি যা মহিলাদের ওপর অ্যাসিড হামলার বিরুদ্ধে সচেতনতার বার্তা দেয়। তাই আমার রাজ্যে এই ছবি করমুক্ত করার ঘোষণা করছি। সকলের কাছে আমার অনুরোধ সমাজ কে সচেতন করতে প্রেক্ষাগৃহে গিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে এই ছবি দেখে আসুন। ”
আরও পড়ুন:ইউক্রেনের বিমান ধ্বংস হয়েছে তাদের ভুলেই, স্বীকার করে নিল ইরান
এদিকে মেঘনা গুলজার পরিচালিত ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’-কে রাজস্থানেও করমুক্ত করার দাবি জানিয়েছে কংগ্রেস। এদিকে JNU হামলার পর দীপিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় কিছু লোকজন দীপিকার এই ছবি বয়কটের ডাক দিয়েছেন।
যদিও এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, “এটি একটি গণতান্ত্রিক দেশ যেকোনো শিল্পীর যেখানে খুশি গিয়ে তার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে।”