corona-virus

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।

আয়রুল আলম আরও জানান, আরেক কৃষিবিদ নুরুল আমিনও জ্বর-শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার করোনা পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন:

গোপালগঞ্জে নতুন ৬ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে

অদৃশ্য এই প্রাণঘাতী ভাইরাসের অসময়ে এ দেশের কিছু মানুষের চুরির গল্প

লকডাউনে পশ্চিম-বঙ্গ কবিগুরুর জন্মদিন পালনে ভার্চুয়াল জগতকেই বেছে নিয়েছে

Facebook Comments