Kangana
কাউন্টারে বসে টিকিট বিক্রি থেকে কবাডির প্যাচ, কতটা সফল হবেন কঙ্গনা!

কবাডি খেলোয়াড় থেকে রেলের চাকরি। এরপর স্বামী, ছেলে নিয়ে সংসার সামলে, চাকরি করে যেন পুরনো জীবনটাকেই ভুলে যাচ্ছিলেন জয়া নিগম। ফলে ক্রমশ নিরাশায় ডুবে যাচ্ছিলেন তিনি। অবশেষে স্বামী এবং ছেলের জোরাজুরিতে ভারতের কবাডি দলে ফিরলেন জয়া নিগম। শেষে কী হল, ভারতের হয়ে পদক কি ছিনিয়ে আনতে পারলেন বিশ্বের কাছে থেকে?

আরও পড়ুন : জাভেদ জাফেরি CAA বিরোধী টুইটের জন্য ট্রোলড শিকার


এমনই বিভিন্ন টানাপোড়েনের কয়েক ঝলক তুলে আনা হয়েছে (Panga) পাঙ্গা-তে। পরিচালক অশ্বিন আইয়ার তিওয়ারির এই সিনেমায় জয়া নিগমের ভূমিকায় অভিনয় করছেন (Kangana Ranaut) কঙ্গনা রানাওয়াত। জ্যাসসি গিল, নীনা গুপ্তা এবং রিচা চাড্ডাকেও দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াতের পাঙ্গায়। 
দেখুন পাঙ্গা-র ট্রেলার…

পরিচালক অশ্বিনি আইয়ার তিওয়ারির এই সিনেমা দিয়ে কি ফের (Bollywood) বলিউড কুইনের তকমা ফিরে পাবেন কঙ্গনা রানাওয়াত, ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয়েছে সেই জল্পনা। 

Facebook Comments