সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুকে ভাইরাল হয়েছে থাইল্যান্ড এর একটি পাথর খন্ড যাকে সবাই অভিশপ্ত সাপ বলে প্রচার করছে। (mysterious gain snake at naka caves in Thailand)
চলুন জেনে নেওয়া যাক, অভিশপ্ত সাপের পাথর খন্ডটির সম্পর্কে।
আরও-পড়ুনঃ অনুমোদন নিয়েই রোগী সেজে দেশ ছেড়েছেন সিকদারের দুই ছেলে
বেশ কিছুদিন হলো এই পাথর খন্ডটির আবিষ্কার। Ord Thanawanj সর্বপ্রথম তার ফেইচবুক প্রোফাইলে একটি বিশালাকার সাপ সদৃশ পাথর খন্ডের ছবি পোস্ট করে আর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাই। giant snake turn into stone naka caves
আরও-পড়ুনঃ করোনাঃ আক্রান্ত পুলিশের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়াল


থাইল্যান্ডে অবস্থিত (Bueng Khong Long District, Bueng Kan province) জেলাইতে এই স্তম্বের অবস্থান। এই পাথরের গায়ে সাপ সদৃশ দাগ কাটা। এই খচিত কাটা দাগ দেখেই প্রায় সকলে বিভ্রান্তিকর অবস্থায় এটিকে অভিশপ্ত সাপ ধরে নিয়েছে। snake at naka cave in thailand
আরও-পড়ুনঃ বাস চলাচলে সরকারের ১২ শর্ত


মূলত এটি একটি পাথরের খন্ড ছিত্র। এই পাথরের নিচে গুহাতে হাজার বছর আগে বসবাস করতো আদিবাসী। এবং তাদের শিল্পকলা বিভিন্ন পাহার পর্বতের গায়ে ফুটিয়ে তুলে তার তার পূজা করতো।


আরও-পড়ুনঃ ব্রাজিলে একদিনে রেকর্ড পরিমাণ ২৬ হাজার ৪১৭ জন আক্রান্ত