ঠিক কী কারণে, তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা খতিয়ে দেখছে পুলিস।
রহস্যজনক ভাবে মৃত্যু হল জনপ্রিয় বলিউড অভিনেতা কুশল পঞ্জাবীর । শুক্রবার ভোরে অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন অভিনেতা । তবে ঠিক কী কারণে, তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা খতিয়ে দেখছে পুলিস।
আরও-পড়ুনঃ উত্তাপ ছড়াচ্ছেন বরুণের সঙ্গে নাচ ফতেহি, দেখুন ভিডিও
অভিনেতার বয়স হয়েছিল ৩৭ বছর। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন কুশল পঞ্জাবী। বিভিন্ন টেলি ধারাবাহিক ও শোয়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। (কুশলের মৃত্যু)
ফিটনেস ও শরীরচর্চা নিয়েও বিভিন্ন এক্সপিরিমেন্ট করতে দেখা যেত তাঁকে। কুশলকে শেষবার দেখা গিয়েছিলে ‘ইশক মে মরযাওয়া’ ধারাবাহিকে।
কুশলের মৃত্যুতে শোকের ছাওয়া তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। কুশলের মৃত্যু নিয়ে অভিনেতা করণবীর বোহরা নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ”এমন ঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মর্মাহত। হতে পারে তুমি এখন শান্তিতে রয়েছ। তবে এই ক্ষতি পূরণ করা যায় না।”
Ur demise has shocked the hell out of me.I'm still in denial @PunjabiKushal I know you are in a happier place,but this is unfathomable.
— Karanvir Bohra ?? (@KVBohra) December 26, 2019
You really inspired me with the way you saw life, but what was I to know.
I will always remember u as a #dancingdaddy #fit & a #lifeenthusiast pic.twitter.com/qv31QMH8C8
করণবীর বোহরার এই টুইটার পোস্টে কমেন্ট করেছেন শ্বেতা তিওয়ারি, রবি দুবে সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।