Swastika-Mukherjee
ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না, কী বললেন স্বস্তিকা!

স্বস্তিকার সোশ্যাল স্টেটাসে শুরু হয়েছে বিতর্ক। নাম স্বস্তিকা হোক বা শবনম কিংবা রাজিয়া৷ যে নামই হোক না কেন, তিনি যেমন এখনও এ দেশের মানুষ, নাম পালটে গেলেও এ দেশের নাগরিকই থাকবেন৷

তিনি যেমন প্রতিদিন খেটে নিজের খাবার জোগাড় করেছন, নাম পালটে গেলেও সেই একই কাজই করবেন৷ সম্প্রতি এভাবেই সোশ্যাল সাইটে নিজের মত প্রকাশ করেন (Swastika Mukherjee) স্বস্তিকা মুখোপাধ্যায়৷

আর-পড়ুনঃ ভাসমান তরীতে সার্বিয়ান বান্ধবীকে আংটি পরিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁলেন হার্দিক

সোশ্যাল হ্য়ান্ডেলে নিজের মত প্রকাশ করে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন (Tollywood) টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী৷ সোশ্য়াল সাইটে নিজের মতবাদ প্রকাশের সঙ্গে নিজের রাজনৈতিক মতাদর্শকেও স্পষ্ট করেন স্বস্তিকা৷ অভিনেত্রীর সোশ্যাল স্টেটাস প্রকাশ্যে আসার পরই তা ভাইরা হয়ে যায় হু হু করে৷

আর-পড়ুনঃ বাথটবে স্নানের পোশাকে ফের হিট ‘উমা বৌদি’, ভাইরাল হট ছবি

Rating: 5 out of 5.
Facebook Comments